Site icon Sustho Thaki

টনসিল হলে করণীয় কি। টনসিল অপারেশন রোগীর খাবার তালিকা

টনসিল হলে করণীয় কি

টনসিল হলে করণীয় কি

টনসিল কি টনসিল কেন হয় টনসিল হলে করণীয় কি এবং সেইসাথে টনসিলের চিকিৎসা, টনসিল অপারেশন পরবর্তী খাবার তালিকা, কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে অর্থাৎ টনসিল সম্পর্কিত সকল বিষয় আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে।

 

টনসিল কি? 

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য যে ইমিউন সিস্টেম কাজ করে সেই ইমিউনিটি সিস্টেমের অন্তর্ভূক্ত লিম্ফয়েড এর একটি অংশ টনসিল। যেটি আমাদের গলার চারপাশে থাকে। মেডিকেলে ভাষায় একে ওয়ালডায়ারস রিং বলা হয়। আর এই টনসিলে যখন ইনফেকশন হয় তখন একে টনসিলাইটিস (tonsillitis) বলা হয়।

 

টনসিলাইটিস কেন হয়?

সাধারনত ইনফেকশনের কারনে টনসিলাইটিস হয়। প্রধান কারন হচ্ছে ভাইরাল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারনেও টনসিলাইটিস হতে পারে।

টনসিল কি আপনা-আপনি সেরে যায়?

হ্যাঁ। টনসিলাইটিস আপনা-আপনি সেরে যেতে পারে। ভাইরাল ইনফেকশন হলে ৮-১০ দিন বা ক্ষেত্রবিশেষে ১০-১৪ দিন সময় লাগতে পারে।

টনসিলে ইনফেকশন হলে কি কি খাবার এড়িয়ে চলতে হবে?

 

টনসিলে চিকিৎসায় কখন অ্যান্টিবায়োটিক লাগবে?

যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন বিশেষজ্ঞ চিকিৎসক যদি মনে করেন অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া প্রয়োজন তাহলে সেক্ষেত্রে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে পারেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক সেবন করবেন না।

চিকিৎসার মাধ্যমে টনসিলের সমস্যা কি চিরতরে দূর হবে?

না। চিকিৎসার মাধ্যমে  টনসিলের সমস্যা চিরতরে দূর হবে না। চিকিৎসা করলে টনসিলে যে ইনফেকশন হয়েছে তা সাময়িকভাবে দূর হয়ে যাবে। টনসিল যেটি প্রাকৃতিক বিষয় যেটি আমাদের প্রত্যেকের গলায় থাকে সেটি থেকেই যাবে।

 

টনসিলাইটিস এ যদি চিকিৎসা না করাই কিংবা অসম্পূর্ণ চিকিৎসা করাই তাহলে কি হবে?

যদি টনসিলের অসম্পূর্ণ চিকিৎসা করাই কিংবা একেবারে চিকিৎসা না করাই, টনসিলে যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে ৪-১০ দিনের মধ্যে সেরে যাবে। টনসিলে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে ইনফেকশনের মাত্রা বা তীব্রতা অনুযায়ী কখনো কখনো এই টনসিলের চারপাশে  ইনফেকশন ছড়িয়ে গিয়ে সেখানে পুঁজ হতে পারে। এই পুঁজ দুই ফুসফুসের মধ্যবর্তী অংশে ছড়িয়ে যেতে পারে। এবং এটি খুবই বিপদজনক হতে পারে।

যদি টনসিলাইটিস হয় তাহলে বাসায় কি করবেন?

বাসায় প্রাথমিকভাবে কিছু ব্যবস্থা গ্রহন করতে পারি।

আরও পড়ুন: গর্ভাবস্থায় ডান পাশে ঘুমালে কি হয়

টনসিল হলে কখন ডাক্তারের কাছে যেতে হবে?

যদি টনসিলের ইনফেকশনের সমস্যা এবং গলা ব্যথা দুই দিনের বেশি থাকলে। অথবা অত্যাধিক গলা ব্যথার কারনে খাবার খেতে কষ্ট হয়, ঘুম আসতে কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, গলা ব্যথার সাথে যদি জ্বর থাকে তাহলে নিকটস্থ নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।

 

টনসিল অপারেশনের ন্যূনতম বয়স কত?

প্রযুক্তিগত কারনে টনসিলের অপারেশন খুবই ছোট একটি অপারেশন। এটি নিয়ে ভীত হওয়ার কিছু নাই।  ওষুধ খাওয়ার পরে যদি কোন রোগী ভালো থাকে সেক্ষেত্রে অপারেশন প্রয়োজন নেই। টনসিল একটি লিম্ফয়েড অর্গান বা লসিকাগ্রন্থি যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহন করে এজন্য বাচ্চার টনসিল হলে তিন বছর পূর্ণ হওয়ার আগে অপারেশন না করে চিকিৎসার মাধ্যমে নিরাময়ের চেষ্টা করা উচিত।

আরও পড়ুন: অ্যাজমার ঘরোয়া চিকিৎসা

টনসিল হলে কি অপারেশন করতেই হবে?

না। টনসিল হলে অপারেশন করাটা সবসময় জরুরী না। ক্ষেত্রবিশেষে নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তার যখন মনে করবে আপনার টনসিলের অপারেশন করা জরুরী তখনই এটা এটা প্রয়োজন হবে। AMERICAN ACADEMY OF OTOLARYNGOLOGY — HEAD AND NECK SURGERY এর টনসিল অপারেশনের গাইডলাইন হলো খুব ঘনঘন টনসিল ইনফেকশন হলে ,ছয়মাসে ৩-৪ বার অথবা বছরে ৫-৬ বার অথবা পর পর দুবছর ৫ বার করে টনসিলে ইনফেকশন অথবা পরপর তিনবছর প্রতিবছর ৩ বার করে হলে। বছরের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে ১৪ দিন স্কুল এবং বড়দের ক্ষেত্রে অফিস বন্ধ রাখতে  হয় তাহলে ডাক্তররা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। খুব বড় মাত্রায় টনসিল হলে যদি কথা বলতে কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, রাতে ঘুমাতে কষ্ট হয় অথবা খাবার গিলতে কষ্ট হয় এরকম ক্ষেত্রে টনসিল অপারেশন করে ফেলা ভালো। অথবা কারো কারো ক্ষেত্রে ডাক্তার যদি মনে করে এই টনসিলে ক্যান্সারের ঝঁকি আছে সে ক্ষেত্রে টনসিলের অপারেশন করে ফেলাটা ভালো।

আরও পড়ুন: নবজাতকের শ্বাসকষ্টের লক্ষন কি কি এবং নবজাতকের শ্বাসকষ্ট কেন হয়

টনসিল অপারেশনের পর কি কি বিষয় এড়িয়ে চলতে হবে?

 

 

টনসিল অপারেশনের পর কি কি খাবার খাওয়া যাবে না?

টনসিল খুবই সাধারন একটি অপারেশন। টনসিল অপারেশনের পর যেসব খাবার খাওয়া যাবে না

 

টনসিল অপারেশনের পর পুনরায় কখন জরুরী ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে?

টনসিলে যদি ব্যথা বন্ধ না হয়, ফুলে যায়, কিংবা রক্ত আসে সেক্ষেত্রে অবশ্যই জরুরী ভিত্তিতে পুনরায় যে ডাক্তার আপনার অপারেশন করেছেন তাঁর সাথে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: শ্বাসকষ্ট নিরাময়ে কি কি খাবার খাওয়া উচিত।

Exit mobile version